৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বিরলে ১ দফা দাবিতে ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী বিক্ষোভ মিছিল 

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২৪, ২১:২৫ | 641 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরলে সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদে ও ১ দফা দাবিতে বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ম কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বিকেল ৬ টায় বিরল পৌরশহরের প্রাণকেন্দ্র বকৃলতলা মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের গুরত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে চলমান আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোমবাতি প্রজ্বলন করে পূণরায় বিক্ষোভ মিছিল ফিরে গিয়ে বকুলতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩ আগষ্ট (শনিবার) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৬ টার অনেক আগে থেকে বিরল সরকারি কলেজ সংলগ্ন ফুটবল খেলার মাঠে অবস্থিত পুরাতন শহীদ মিনারে একত্রিত হতে থাকেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। থানা পুলিশের টহল এর কারণে স্থান পরিবর্তন করে বিরল পৌরশহরের প্রাণকেন্দ্র বকুলতোলা মোড়ে বিকেল ৬ টায় বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাঁদের হাতে নানা স্লোগান–সংবলিত লেখা, ব্যানার, ফেস্টুন দেখা যায়। পরে মিছিল নিয়ে পৌরশহরের গুরত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের আশেপাশে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পুলিশের উপস্থিত লক্ষ করা গেছে তবে বিক্ষোভ মিছিল বাধা বা সংঘর্ষের মতো কোন ঘটনা ঘটেনি। শেষে পৌরশহরের বকুলতোলা মোড়ে সমাবেশে মোস্তাফিজুর রহমান মোস্তাক, জিয়াউল হাসান জয়, হারুনুর রশীদ, আসাদুল ইসলাম হাবিব, সহ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন আমাদের একদফা এক দাবী পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। বিক্ষোভ মিছিলে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ও কর্মসূচী সকলকে জানিয়ে দেয়া হবে বলে বিক্ষোভ মিছিল কর্মসূচির সমাপ্তি করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET