
রবিবার (২০ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম-২য় পর্যায়ে ৫৩৩৪০ জনের মাঝে ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা গড়তে অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর যে পরিকল্পনা করেছিলেন তা আজ বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ গড়ার কাজে তিনি যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এতে করে বিশ্ব দরবারে এক অনন্য নাম হয়ে উঠেছে শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যারা আজ ভূমিসহ ঘর উপহার পাচ্ছেন এ ঘর পাওয়ার মধ্যদিয়ে তাদের নতুন একটি স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এটি উন্নয়নের অগ্রযাত্রা উল্লেখ্য করে তিনি বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের বলেন, মুজিববর্ষ উপলক্ষে ছাগলনাইয়ায় ১১২ ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হবে। এর মাঝে ৭৫ টি ঘর প্রস্তুত হওয়ায় আজ আমরা তা হস্তান্তর করছি। বাকি ঘর গুলো ৩০ জুনের মাঝে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, আজিজুল হক মানিক, রবিউল হক চৌধুরী মাহবুব, আবদুল্লাহ সেলিম, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ প্রমুখ।

Please follow and like us: