অর্পণ মাহমুদ, কুষ্টিয়া থেকে:- বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ছাত্র আবরার ফাহাদ হত্যায় দায়ের করা মামলার চার্জশিট আজ দাখিল করার কথা রয়েছে। এতে ২৫ জনকে আসামি করা হচ্ছে। যাদের মধ্যে এহাজারভুক্ত ১৯ জন।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সুত্রে জানাগেছে, এজাহারের বাইরে আরও ছয়জনকে আসামি করা হচ্ছে। যাদের থেকে পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর এজাহারভুক্তদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে। সব মিলিয়ে ২১ জন কারাগারে আছেন। চার্জশিটে ২১ জনের সবাইকেই আসামি করা হচ্ছে।
এর বাইরে চার্জশিটে পলাতক আসামি হিসেবে চারজনের নাম উল্লেখ করা হচ্ছে। তাদের মধ্যে তিনজনের নাম এজাহারে আছে। অন্যজনের নাম তদন্তে বেরিয়ে এসেছে।
চার্জশিটে বাদীসহ ৩২ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হচ্ছে। প্রস্তুতকৃত চার্জশিট এরই মধ্যে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম অনুমোদন করেছেন। আবরার হত্যা মামলার চার্জশিট আজ আদালতে দাখিল করা হবে বলে জানাগেছে।
উল্লেখ্য গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় লিখিত অভিযোগ করলে একটি হত্যা মামলা করা হয়।