কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধিঃ- রাত তখন আনুমানিক দেড়টার সময় বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এক কন্যা শিশুর জন্ম হয়েছে। নাম রাখা হয়েছে ‘বুলবুলি’। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে মোংলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ রাশেদুল হাসানসহ অন্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং মা মেয়ের শারীরিক অবস্থার খোজ খবর নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বুলবুলি ও তার মায়ের সার্বিক সহযোগিতার জন্য ২০,০০০ টাকা প্রদানের ঘোষনা দেওয়া হয়েছে।
নব প্রসূত কন্যা বুলবুলির মাতার নাম হনুফা বেগম এবং পিতার নাম বায়েজিদ শিকদার, তারা বাগেরহাট জেলার মংলা থানার পূর্ব মিঠাখালী গ্রামের বাসিন্দা।