১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বেনাপোলে কিস্তি আদায়কারীকে পুলিশে সোপর্দ

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৯ ২০২১, ২০:২৩ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোলে প্রাকৃতি করোনার সময় আইনগত নিষেধ অমান্য করে সমিতির কিস্তি আদায়ের অভিযোগে পরিতোষ মন্ডোল(৪০) নামে অর্থ আদায়কারিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার(২৯জুন) দুপুরে বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে পৌর কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করে। এ অভিযানে অংশ নেয় বেনাপোল পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর রাশিদা আক্তার ও পৌর স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।

বেনাপোল পৌর সভার প্রধান সহকারী আব্দুল্লা আল মাসুম রনি জানান, করোনার ভয়বহতার সময় বিধি-নিষেধ মানতে মানুষ কাজ হারিয়ে এমনিতেই অসহায় হয়ে পড়েছে। এ অবস্থার মধ্যে জেলা প্রশাসক সমিতি ব্যবসায়ীদের গ্রাহকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু নিষেধ অমান্য করে বিভিন্ন এনজিও সংস্থার সদস্যরা বাড়িতে বাড়িতে গিয়ে টাকা আদায়ে জোর করছিল। ভুক্তভোগিদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে টি এমস এস নামে এক এনজিও সদস্যকে ঘটনাস্থল থেকে পুলিশে দেওয়া হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মামুন খাঁন জানান, নির্দেশ অমান্য করে সমিতির কিস্তি আদায় করায় পৌরকর্তৃপক্ষ তাকে ধরে পুলিশে দিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতির মধ্যে আর কখনো কিস্তি আদায়ে অসহায় মানুষকে চাপ প্রয়োগ করবেনা এ শর্তে মুচলেকা নিয়ে সমিতির কর্তৃপক্ষের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET