৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বেনাপোল থেকে ৩৭ জন যাত্রী নিয়ে মোংলা কমিউটার ট্রেনের যাত্রা শুরু

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২৪, ২১:০৯ | 653 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রথম দিনেই ৫০ মিনিট দেরীতে ছেড়ে গেল বেনাপোল মোংলার সাথে চলাচলকারী মোংলা কমিউটার ট্রেন। নির্ধারিত সময় সকাল ৯ টা ১৫ মিনিটে ছেড়ে যাবার কথা থাকলেও তা ৫০ মিনিট বিলম্বে সকাল ১০ টা ৫ মিনিটে ট্রেনটি বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্য রওনা দেয়। খুলনা থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস কমিউটার ট্রেনটি খুলনার মোহাম্মদনগর হয়ে মোংলা কমিউটার নামে মোংলা নৌবন্দরে পৌঁছাবে। দীর্ঘদিন পর মাত্র ১৩৮ কিলোমিটার সড়ক বেনাপোল বন্দর এবং খুলনা নৌবন্দরকে সংযুক্ত করলো। গতবছরের ১ নভেম্বর খুলনা-মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনটি বেনাপোল হইতে খুলনা চলাচলের সময় বেতনা এক্সপ্রেস ঠিক রেখে খুলনা – মোংলা রুটে চলাচলের সময় মোংলা কমিউটার নামে চলবে।  ২০০০ সালে বেনাপোল ও খুলনার মধ্যে চালু হয় বেতনা এক্সপ্রেস নামে একটি কমিউটার ট্রেন। প্রতিদিন ২ বার সকাল বিকাল ট্রেনটি খুলনা ও বেনাপোলের মধ্যে চলাচল করতো। সম্প্রতি খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল যোগাযোগ স্থাপিত হওয়ায় বেতনা এক্সপ্রেসের রুট বর্ধিত করে মোংলা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।দীর্ঘ ১৩৮ কিলো ট্রেনের ভাড়া মাত্র ৮৫ টাকা নির্ধারিত হয়েছে।  মোংলা কমিউটার ট্রেন চলাচলের প্রথমদিনেই বেনাপোল রেল স্টেশনে কোন আনুষ্ঠানিকতা না থাকলেও স্টেশন ভর্তি যাত্রীদের ঠাসাঠাসি ছিল চোখে পড়ার মত।

ট্রেনে ৫৪৯ জন যাত্রীর মধ্যে মাত্র ৩৭ জন যাত্রী মোংলা যাবে। বাকি ৫১২ জন যাত্রী নাভারণ ও মোহাম্মদনগরের মধ্যবর্তী স্টেশনে নেমে যাবে। যাত্রীরা বলেন, বেনাপোল মোংলা রুটে ট্রেন চলাচলের দাবী দীর্ঘদিনের। বেনাপোল থেকে খুলনা যাচ্ছি খুবই ভালো লাগছে। বেনাপোল বন্দরের সাথে খুলনা নৌবন্দর পর্যন্ত ট্রেন চালু হওয়ায় ব্যবসায়িক গতি বাড়বে। বাড়বে দেশের অর্থনৈতিক অগ্রগতি।  বেনাপোল রেলস্টেশন মাষ্টার সাইদুজ্জামান জানান বেতনা এক্সপ্রেস প্রতিদিন ২ বার খুলনা বেনাপোলের মধ্যে চলাচল করতো। মোংলার সাথে সংযুক্তির পর থেকে সকালে খুলনা থেকে ছেড়ে আসা প্রথম ট্রেনটি খুলনার সাথে যাত্রাসীমিত করে খুলনার মোহাম্মদনগর হয়ে দুপুর সাড়ে ১২ টার সময় মোংলায় যাবে। মোংলা থেকে ১ টার সময় ছেড়ে বিকাল ৪ টায় বেনাপোল পৌঁছাবে।  একই ট্রেন বিকাল ৫ টায় বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশ্য রওনা দেবে। ট্রেনটি বেনাপোল থেকে ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে। বেনাপোল হইতে মোংলা পর্যন্ত রেল চলাচল শুরু হওয়ায় বেনাপোল বাসী মহাখুশী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET