ভুলে যাও
মোহাম্মদ সোহরাব হোসেন
অতীতের যত দু:খ কষ্ট বেদনা
পেয়েছিলে জীবনে যত যাতনা।
স্মরণ করে আজ আর কষ্ট পেয়োনা
কষ্ট পেয়ো না তুমি কষ্ট পেয়োনা।
প্রিয়জনের দেয়া সেই ক্ষুদ্র ক্ষুদ্র আঘাত
হৃদয়ে বয়েছিল কত রক্ত প্রপ্রাত।
সেসব আঘাতে আজ তুমি ভেঙ্গে পড়োনা
ভুলে যাওনা সেসব ভুলে যাও না।
হারানো দিনগুলো নিয়ে যতই করো ভাবনা
যতই করো না তুমি মিথ্যে সাধনা।
মাটির ভাঙ্গা কলসী যেমন জোড়া লয় না
তেমনি সেদিনগুলো আর ফিরে পাবে না
তুমি ফিরে পাবে না।
যেসব স্মৃতিগুলো তোমায় নিরবে কাঁদায়
তোমার মুখের হাসি কেড়ে নিয়ে যায়
সেসব স্মৃতি কেন রেখেছ আকঁড়াই।
মুছে ফেলো না কেন তুমি মুছে ফেলো না।
ওই যে নতুনেরা তোমায় করছে আহবান
সাড়া দিয়ে স্বাগত জানিয়ে গাঁও জয়গান
জীবনতো অনেক বিশাল,যেন এক মহাসমুদ্র
করেছ কেন তুমি চিন্তা এত ক্ষুদ্র ক্ষুদ্র?
জীবনের কত সময় করেছ তুমি পার
আগামীর জন্য তোমার শপথ নিতে হবে এবার।
খুলে রয়েছে তোমার সম্ভাবনার দ্বার
জেগে উঠো না তুমি জেগে উঠো না এবার…