নয়া আলো ডেস্ক: আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদল আজ ৭ নভেম্বর ২০১৯ ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইন্সটিটিউট এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদল এমপি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব আহমদ উল্লা খান এবং মাতা যতুমা খাতুন। তাঁর স্ত্রীর নাম সেলিনা খান। তাঁর তিন পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদল এমপি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি, চট্টোগ্রাম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্মান ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মঈনউদ্দীন খান বাদল এমপি বাংলাদেশ সৃষ্টির পর থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ, ২০১৪ সালের ০৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ এবং ২০১৮ সালে ৩১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি কার্য উপদেষ্টা কমিটি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি ও পিটিশন কমিটির সদস্য এবং একাদশ জাতীয় সংসদে তিনি সরকারি প্রতিশ্রুতি কমিটি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদল এমপি ছিলেন প্রত্যুৎপন্নমতি। সংসদে দেওয়া তাঁর মূল্যবান বক্তব্যের সংকলন ‘সত্যের স্পর্ধিত উচ্চারণ’ গ্রন্থটি ০৮ সেপ্টেম্বর ২০১৯ প্রকাশিত হয়। তাঁর মনোমুগ্ধকর ও তথ্যবহুল বক্তৃতা সংসদকে মোহিত করে রাখত। সংসদ সদস্য হিসেবে সংসদীয় গণতন্ত্রে তাঁর অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।
Please follow and like us: