
এব্যাপারে লিটন মেম্বর বলেন, ৬৪ জেলায় ভ্রমণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে তার। পার্বত্য অঞ্চলের পাহাড়ি পথে চলতে গিয়ে অনেক চ্যালেঞ্জকেই মোকাবিলা করতে হয়েছে। রাস্তায় থামলেই উৎসুক জনতা ঘিরে ধরত তাকে। একজন অল্প বয়সের মানুষ তাও অাবার বর্তমান পাটিকাবাড়ী ইউনিয়নের নির্বাচিত সদস্য মোটরসাইকেল চালিয়ে দেশ ভ্রমণ করছেন শুনেই তারা অবাক হতেন। অনেকে ‘দুরন্ত সাহস’ বলেও মন্তব্য করেছেন ।
তিনি ভ্রমণ শেষে আজ ২১/০৩/২১ তাং কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়ান এবং ভ্রমণ শেষ করেন ।
এ সময় কুষ্টিয়ার উৎসুক জনতা তাকে দেখার জন্য অাসেন। পরে কুষ্টিয়ার সাংবাদিকরা তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।একে একে বিভিন্ন শ্রেণির মানুষ লিটন মেম্বর সাথে ছবি উঠেন। ভ্রমণ নিয়ে লিটন মেম্বর সবার উদ্দশ্যে বলেন, বাংলাদেশ একটি পর্যটক দেশ। এখানে দেখার অনেক সুন্দর সুন্দর জায়গা অাছে।মানুষের মন ভাল ও সুস্হ্য রাখতে হলে প্রত্যক মানুষকে দেশ ভ্রমণ করতে হবে।পরিশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।