মোহাম্মদ আশরাফুল, সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় ও রেল
ষ্টেশন সহ আশপাশের এলাকা পরিদর্শন শেষে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন বঙ্গবন্ধু সেতুতে
বর্তমানে রেল চলাচল ঝুকিপূর্ণ।এই ঝুকি এড়ানোর জন্য সেতুর উত্তর পাশেই নির্মাণ করা হবে রেল সেতু।
ইতিমধ্যেই রেল সেতুর টেন্ডারসহ যাবতীয় কাজ শেষ হয়েছে । এখন শুধু নির্মাণের অপেক্ষায়। এই নির্মাণ কাজ
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধু কন্যা দেশ নেত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে আগামী মার্চে
নির্মাণ কাজটির শুভ উদ্বোধন করবেন।
মন্ত্রী আরো বলেন, সবাইকে রেল সেবার আওতায় আনার জন্য কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায়
উত্তরবঙ্গের যাত্রীদের ঢাকার সাথে যোগাযোগে দুর্ভোগ কমাতে সিরাজগঞ্জ হতে বগুড়ার সাথে সরাসরি রেল
লাইন নির্মান করা হবে। এ কাজও দ্রুতই শুরু করবে সরকার। পরিদর্শন কালে ছিলেন মন্ত্রীর সাথে উপস্থিত
ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও মন্ত্রীর সফর সঙ্গীরা।