
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন নির্মিত বিএসআরএম কারখানায় গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করায় কারখানার আশপাশ এলাকা সহ অধিকাংশ জায়গায় পানির সংকটের দেখা দিয়েছে। তাই রবিবার (৩০মে) সকালে বিএসআরএম গেইটে গভীর নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধের দাবীতে বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনের তত্ত্বাবধানে মানববন্ধন করেছে উপজেলার জনসাধারণ।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন মিরসরাই উপজেলার সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
এসময় সাবেক এই মন্ত্রী তার বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ” ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর ভূমিকায় বিএসআরএম। মিরসরাইবাসী পানির তৃষ্ণায় মরবে, কৃষক সবজি উৎপাদন করতে পারবে না, কিন্তু বিএসআরএম রড তৈরি করে ব্যবসা করবে; তা হতে দেয়া যায় না।
এই কারখানায় কাঁচামাল ঢুকতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। আগামী দু’মাস কারখানা বন্ধ থাকবে এবং এক বছরের মধ্যে শিল্পজোনে বিএসআরএমের কারখানা স্থানান্তরের আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, অনেক দিন ধরে আমরা পানি পাচ্ছি না। সুপেয় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে গ্রামের পর গ্রামজুড়ে। গভীর নলকূপের সব পানি টেনে নিচ্ছে রড নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম।
কথা ছিল, পাশ্ববর্তী ফেনী নদীর পানি ব্যবহার করে রড তৈরি করবে বিএসআরএম। তা না করে স্থানীয় এলাকার মাটির তলদেশের পানি তুলে আনায় বিপাকে পড়েছে কয়েকটি গ্রাম৷”
এসময় মানববন্ধনে আরো অংশগ্রহণ উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সহ সর্বস্তরের জনসাধারণ।
Please follow and like us: