
আজ ০৮ অক্টোবর ২০২৩ ইং তারিখে সোনালী লাইফ এর মুরাদনগর মেট্রো-৩৩০ শাখার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো: রেয়াজ উদ্দিন ব্রাঞ্চ ম্যানেজার,বিশেষ অতিথি মো: মাসুক মিয়া ইউনিট ম্যানেজার, আরিফুল ইসলাম ইউনিট ম্যানেজার এবং রফিকুল ইসলাম ইউনিট ম্যানেজার ।
উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সিনিয়র এফ এ, আজিজুল হক সিনিয়র এফ এ, আজিজুর রহমান রনি সিনিয়র এফ এ সহ মুরাদনগর উপজেলার কিছু এফ এ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কোরান তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মাওলানা ফারুক সাহেব এর পরিচালনায় দোয়া হয় অনুষ্ঠান টি উপস্থাপনা করেছেন ওমর ফারুক সিনিয়র এফ এ, এসময় বক্তারা বলেন মুরাদনগরের প্রায় শতাধিক উদ্যোক্তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও অসংখ্য গ্রাহকদের সহযোগিতায় আমাদের একটি বিশাল স্বপ্ন পূরণ হয়েছে।
দেশের সর্বপ্রথম তথ্যপ্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি
Sonali Life Insurance Company Limited এর একটি ব্রাঞ্চ অনুমোদন পেয়েছি।
গতানুগতিক বীমার বদনাম মুছে, সুনাম অর্জন করার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু।
কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও বীমা খাতে অসামান্য অবদান রাখায় কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমান। কোম্পানি হিসেবে সোনালী লাইফ ৪টি এবং সিইও আলাদা ২টি পুরস্কার পেয়েছেন।
গত (২৭ জুলাই) সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির সিইও মীর রাশেদ বিন আমান।
পুরস্কারের মধ্যে সোনালী লাইফ ১. ডোমেস্টিক লাইফ ইন্স্যুরেন্স ইন দ্যা ইয়ার, ২. ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার, ৩. ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার এবং ৪. বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার পুরস্কার পায়।
বীমা খাতে ডিজিটালাইজেশন এবং দক্ষ নেতৃত্ব দেওয়ায় মীর রাশেদ বীন আমানকে ১. দ্যা সিইও অব দ্যা ইয়ার এবং ২. দ্যা ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডর অব দ্যা ইয়ার পুরস্কার দেওয়া হয়।
এর আগে সোনালী লাইফ সাউথ এশিয়া বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২-এ চারটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করে। সেগুলো হলো- ১. বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন প্রাইভেট সেক্টর, ২. বেস্ট ইউজ অব আইটি অ্যান্ড টেকনোলজি ইন ইন্স্যুরেন্স সেক্টর, ৩. আউটস্ট্যান্ডিং ইয়ং লিডারশিপ এক্সিলেন্স ইন ইন্স্যুরেন্স সেক্টর এবং ৪. বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজি ইন ইন্স্যুরেন্স সেক্টর।
২০১৩ সালের ১ আগস্ট যাত্রা শুরু করা সোনালী লাইফ ইন্স্যুরেন্স আগামী ১ আগস্ট ১০ বছরে পা দিচ্ছে। কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, সোনালী লাইফের সিইও মীর রাশেদ বিন আমানের গতিশীল নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন প্রতিষ্ঠার এক দশককে আরও সাফল্যমন্ডিত করবে।
এবং সর্বশেষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।
Please follow and like us: