৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




মুরাদনগরে পরিবেশ অধিদপ্তরের ৩ ভূয়া কর্মকর্তা আটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০১৮, ১৯:৪২ | 710 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আবুল খায়ের,

কুমিল্লা মুরাদনগর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ৩ ভূয়া কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বুধবার বিকেলে উপজেলার নগরপাড় এলাকায় একটি ইটভাটায় চাঁদা আদায় কালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার খালিশ গ্রামের মৃত: আব্দুল আজিজ মিয়াজীর ছেলে মজিবুর রহমান(৭০), একই উপজেলার মহেশপুর গ্রামের রহিমবক্স হাওলাদারের ছেলে খোরশেদ আলম(৬০) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার উত্তমদী গ্রামের জয়নাল আবদীনের ছেলে স্বপন মিয়া(৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিনভর উপজেলার বেশ কয়েকটি ইটভাটায় গিয়ে নিজেদেরকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা দাবি করে বিভিন্ন অংকের চাঁদা আদায় করেন আটককৃতরা। পরে বিকেলে বাতেন কাজী ব্রিকসে গিয়ে চাঁদা দাবি করলে ভাটা মালিক তারই ভাই ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়েরকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন তারা ভূয়া এবং প্রতারক। পরে তিনি এলাকার লোকজন নিয়ে ওই ৩ প্রতারককে আটক করে মুরাদনগর থানা পুলিশে সোপর্দ করেন। আটকৃতরা জানায়, গত ৩ দিনে তারা জেলার অর্ধশতাধিক ইটভাটায় এ ধরনের অভিযানের নামে চাঁদা আদায় করে আসছিল।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আরজুন জানান, এলাকার লোকজন তিন জন ভূয়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় প্রদানকারীদরে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET