মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। শহীদ বেদীতে শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর ভাবে স্মরণ করেছেন।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ০১ মিনিটে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে আনুষ্ঠানিক ভাবে এ শ্রদ্ধা জানানো হয়।জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক ভাবে পুষ্পস্তবক অর্পণের সূচনা করেন। পরে স্থানীয় সাংসদ ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহ জালাল শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’ গানের সুরে সুরে এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপচে পড়া ভিড় করেন শহীদ মিনার এলাকায়।বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ছাত্র মৈত্রী, যুব মৈত্রী, সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, মৌলভীবাজার প্রেসক্লাব, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, আওয়ামী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।