
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের ম্যাক শপিং কোড মেগামল লিমিটেড এর সদ্য সম্পৃক্ত ডিরেক্টর আরিফুল আলম নোমান, সাহাব উদ্দিন মজুমদার, বাপ্পি মজুমদার ইউনুস, কামরুজ্জামান, মাছুম বিল্লাহ এবং শেয়ার হোল্ডার মুহিবুল্লাহ ভূঁইয়া ও মুজাহিদুল আলম খোকন এর সংবর্ধনা অনুষ্ঠান শনিবার রাতে নাঙ্গলকোটের আইকনিক ভবন ম্যাক টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ম্যাক শপিং কোড মেগামল ডিরেক্টর এডমিন বশিরুজ্জামান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যাক শপিং কোড মেগামল চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ফাইন্যান্স আবু তৈয়ব মজুমদার।
অনুষ্ঠান শুরুতে ম্যাক শপিং কোড মেগামল লিমিটেড এর সদ্য সম্পৃক্ত ডিরেক্টর ও শেয়ার হোল্ডারদের ফুলেল শুভেচ্ছা জানান ম্যাক শপিং কোড মেগামল ও ম্যাক টাওয়ার কর্তৃপক্ষ।
ম্যাক শপিং কোড মেগামল ডিরেক্টর ওমর আল-ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ নাঙ্গলকোট সমিতি সাবেক সভাপতি লায়ন ইলিয়াস মজুমদার, ম্যাক টাওয়ার মালিক এ.কে.এম আশরাফুল আলম উজ্জ্বল, ম্যাক শপিং কোড মেগামল ডিরেক্টর আরিফুল আলম নোমান, এম.ডি আমির হোসেন মজুমদার মাসুদ, ব্যবসায়ী মাসুদ হাজারী, সাঈদ ইকবাল, নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি নিজাম উদ্দিন, ম্যাক শপিং কোড মেগামল ডিরেক্টর সাহাব উদ্দিন মজুমদার, বাপ্পি মজুমদার ইউনুস, মাছুম বিল্লাহ, শেয়ার হোল্ডার মুহিবুল্লাহ ভূঁইয়া প্রমুখ।