১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




যুবকদেরকে দক্ষ যুবক হিসেবে গড়ে তুলে কাজে লাগাতে হবে- এমপি: সেলিমা আহমাদ।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০১৯, ১৬:১৮ | 747 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তপন সরকার,হোমনা প্রতিনিধি-
“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি পরিষদের প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে দিবসটি উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহামাদ। অতিথির বক্তব্যে তিনি বলেন, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে দক্ষ যুবক হিসেবে গড়ে তুলে কাজে লাগাতে হবে, যাতে যুবকরা বিপদগামী না হতে পারে। যুবকদেরকে কাজে লাগাতে পারলে যুবকরা মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ডে জড়াতে পারবে না এবং নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরমেয়র  অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন ও যুগ্ন সাধারণ সম্পাদক মো. গাজী ইলিয়াস, জাতীয় শ্রমিক লীগের (উ:) জেলার সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসের সরকার, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।
সভায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১৫ জন যুব ও যুব মহিলার মাঝে ৬ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET