
রাজশাহী মহানগরীতে আব্দুল জাব্বার নাসিম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাত গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এতে নাসিমের ভুড়ির অংশ বিশেষ বের হয়ে গেছে।
গতকাল রোববার সকাল ১০টার দিকে নগরীর কুমারপাড়া-ফুদকিপাড়ায় মুন্নুজান স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় নাসিমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নাসিমের স্বজনেরা অভিযোগ করেছেন, একই এলাকার মো: আতিয়ারের ছেলে শাহাদত হোসেন বাদশার নেতৃত্বে তার অনুসারীরা নাসিমকে এলাপাথাড়ি পেটান এবং ছুরি দিয়ে আঘাত করে পেটের ভুঁড়ি বের করে ফেলেছেন।
আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুদকিপাড়া এলাকায় পদ্মার ধারে নাসিমের একটি দোকান রয়েছে। দোকান থেকে সামান্য দূরে চরে নাসিম কিছু সবজি গাছ লাগিয়েছেন। ঠিক একই জায়গাতে বাদশা ধান লাগানোর জন্য তার লোকজন পাঠান। এসময় নাসিম তাদের বাধা দেন। এরপর নাসিম বিষয়টি অবহিত করতে বাদশার কাছে জানান। এতে ক্ষুব্ধ হয়ে বাদশা ও বাদশার দুলাভাই শামিম ও তার ছেলে রাহাত এবং নয়ন, মিন্টু, ফারুকসহ আরও কয়েকজন মিলে নাসিমকে এলোপাথারি মারধর শুরু করেন। একপর্যায়ে বাদশার দুলাভাই শামিম নাসিমকে ধরে রাখেন আর বাদশা ছুরি দিয়ে পিঠে ও পেটে আঘাত করেন। এতে নাসিমের ভুঁড়ি বের হয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।
আহত নাসিমের স্বজনেরা জানান, এ ঘটনায় থানায় মামলা করা হবে।
এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।