“বিনিয়োগে অগ্রাধিকার,কন্যা শিশুর অধিকার” এই শ্লোগান’কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৩০শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়েছে। সভাটি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহাম্মদ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক আবু তাহের ঠিকাদার, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন,কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক আশরাফ আলী,মহিলা বিষয়ক সহকারি কর্মকর্তা গোলাম রব্বানী প্রমূখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ।
Please follow and like us: