অমারেশ কুমার বিশ্বাস, রাজগঞ্জ ( যশোর):
আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলতে পারি। গানের সাথে ভোর বেলায় শুরু হয় প্রভাত ফেরি।এই প্রভাত ফেরিতে যাওয়ার জন্য সকলের বিশেষ প্রযোজন হয়ে পরে ফুল। প্রতিটি মানুয়ের হাতে সহজে ফুল পৌছুঁয়ে দেবার জন্য বাজার, রাস্তার পাশে, বিদ্যালয়ের পাশে, সেতুর ধারে ফুল বিক্রয়ের ধুম পরে । এরই ধারা বাহিকতায় যশোর জেলার মনিরামপুর উপজেলার সকল স্থানে বসেছে ফুল বিক্রয়ের মেলা।
আজ সকাল থেকে শুরু হয় ফুল বিক্রয় চলবে কাল সকাল প্রর্যন্ত।
কোমলপুর বাজারে একজন ফুল বিক্রয় কারির কাছে জানতে চাইলে বলে, আমি প্রতি বছর ফুল বিক্রয় করি, এক একটি ফুল থেকে অর্ধেক পরিমান টাকা লাভ হয়।
ফুল হাতে দেখা যায় সকল ধরনের মানুষদের, বিশেষ ভাবে বাচ্চাদের হাতে বেশি ফুল দেখা যায়। ফুল হাতে পেয়ে তাদের মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।