১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




শাজাহানপুরে বসতবাড়ির পাশ্বে পুকুর খনন প্রশাসন কর্তৃক কাজ বন্ধের নির্দেশ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ০৫ ২০১৯, ০৯:৫৬ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে বসতবাড়ির পার্শ্বে পুকুর খননকালে ইউএনও বরাবর অভিযোগ করায় কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার খরনা কমলাচাপড় গ্রামের জনৈক শামীম হোসেনের বাড়ির পার্শ্বে অবৈধভাবে স্কেভেটর মেশিন দিয়ে পুকুর খননের কাজ শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে শামীম হোসেন বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। পরে ইউএনও’র নির্দেশে সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইপূর্বক পুকুর খনন কাজ বন্ধের নির্দেশ দেয় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহিদুল ইসলাম। এ বিষয়ে সার্ভেয়ার জাহিদুল ইসলাম জানান, বাদির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মাটি খনন কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

মাটি পরিবহনের জন্য ১০/১৫টি ট্রাক সেখানে উপস্থিত ছিল ট্রাক চালকদেরকেও সেখানে মাটি পরিবহনের বিষয়ে নিষেধ করে দেয়া হয়েছে। তবে কোন ট্রাক বা চালককে আটক করা হয়নি। স্থানীয়রা জানায়, উক্ত গ্রামে রাস্তার পার্শ্বে একটি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা রয়েছে ও গ্রামের পার্শ্বে নাদুরপুকুর ইসলামীয়া উ”চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এভাবে মাটি খনন করে গ্রামের রাস্তায় ট্রাক চলাচল করলে স্কুল, কলেজ ও মাদরাসা পড়–য়া শিক্ষার্থী, জনসাধারণ ও হাটুরে লোকজনের যাতায়াতে চরম বিঘ্ন ঘটে এবং ধুলা-ময়লা ও গাড়ির শব্দে বসবাস কষ্টসাধ্য হয়ে পড়ে।এজন্য স্থায়ীভাবে মাটি কাটা বন্ধের জোর দাবী জানান তারা।

এ বিষয়ে জমির মালিক ও মাটি ব্যবসায়ীর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET