
তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত তখন একমুঠো অন্নের চেয়ে একটা শীতবস্ত্র যেন বেশি প্রয়োজন অনুভব করে শীতার্ত মানুষ। ‘ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, ভালোবাসার উষ্ণতায় শুরু হোক নতুন বছর’ স্লোগানে প্রতিবছরের ন্যায় এ বছরেও শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ মিরসরাই উপজেলা শাখা
শনিবার (১৫ জানুয়ারী) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর সার্বিক সহযোগিতায় উপজেলার বারইয়ারহাট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, যাদের সামর্থ্য আছে তাদের অনেকেই হয়তো আমরা শীতের তীব্রতা বুঝতে পারিনা। কিন্তু একজন অসহায়, বৃদ্ধা কিংবা দিনমজুর এই শীতে কতটা কষ্ট করে জীবন যাপন করছে তা কেবল তারাই জানে। একবেলা খাবার জোগাতে তীব্র শীতকে উপেক্ষা করে তাদের মাঠে যেতে হয়, কাজ করতে হয়। সামর্থ্যবান লোকেরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই শীতে তারাও একটু ভালো থাকতে পারে।
এসময় উপস্থিত ছিলেন- গ্রীণ ভয়েস মিরসরাই এর আহ্বায়ক মোস্তাইন বিল্লাহ, যুগ্ম-আহবায়ক তানভীর হোসেন স্বদেশ, কার্যকরী সদস্য- মুসলিম উদ্দিন, নিয়াজ আরেফিন শৈবাল, সুপ্ত সেন গুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন- নাইমুর, রাশেদ, সায়েম, রিয়াজ, সিফাত, সাকিব সহ প্রমুখ।
Please follow and like us: