দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে “মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই শ্লোগান নিয়ে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষে শ্রীপুর উপজেলায় র্যালি, আলোচনা সভা এবং মহড়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০মার্চ) সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় শ্রীপুর ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত সাধারণ জনগণকে ভূমিকম্প ও অগ্নিকান্ড সর্ম্পকে ধারণা দেন এবং কিভাবে দুর্যোগ মোকাবিলা করা যায় তার একটি মহড়া প্রদর্শন করেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকতা এ.কে.এম মোহিতুল ইসলামের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ,উপজেলা প্রকৌশলী রকিবুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম এছাড়া স্থানীয় রাজনৈতিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হিসেবে সবাইকে সচেতন থাকা এবং ভূমিকম্প, বজ্রপাতসহ যেকোনো বিপদে আতঙ্কিত না হয়ে মোকাবিলা করার কৌশল শিখে রাখা এবং যেকোনো দুর্যোগে প্রশাসনকে অবহিত করার কথা বলেন।