১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • শ্রীপুরে শোক দিবসের অনুষ্ঠান মোশতাকের দোসর হিসেবে প্রচারকারীরাই বঙ্গবন্ধুর খুনীদের অনুসারী




শ্রীপুরে শোক দিবসের অনুষ্ঠান মোশতাকের দোসর হিসেবে প্রচারকারীরাই বঙ্গবন্ধুর খুনীদের অনুসারী

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২০, ২৩:২৯ | 1028 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

জন্ম থেকে আওয়ামীলীগের কর্মী হিসেবে কাজ করা নেতা-কর্মীদের মোশতাকের দোসর হিসেবে যারা প্রচার চালায় তারাই বঙ্গবন্ধুর খুনীদের অনুসারী। তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়নের পথকে বিচ্যুত করতে তৎপর। যুগে যুগে এদের অবস্থান ও আগমন ঘটবে। তাই এদেরকে চিহ্নিত করে দলীয় বিধানসম্মত শাস্তির দাবী জানানো হয়।

২৮ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় গাজীপুরের শ্রীপুর ভবন মাঠে অনুষ্ঠিত এক শোকসভায় বক্তারা ওই দাবী করেন। শ্রীপুর জাতীয় শোক দিবস পালন কমিটির আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ওই সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের নেতৃত্ব দেন।

বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক জিএস শেখ নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সফিকুর রহমান সফিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, উপজেলা যুবলীগ নেতা আজাহার হোসেন মিলন, আসাদুজ্জামান খান, শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শাওন, শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রনি, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামীম ভূইয়া প্রমূখ।

অপরদিকে, বিকেল তিনটায় শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর বনানী সংঘের মাঠে জাতীয় শোক দিবসের কর্মসুচী পালিত হয়। গাজীপুর জেলা জাতীয় চার নেতা পরিষদের সিনিয়র সহ সভাপতি আবু সাইদ কামালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সভাপতি মজনুল হক মজনু মোল্লা, জজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, বক্তব্য দেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক আকন্দ, গাজীপুর মহানগর জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান, গাজীপুর জেলা জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী অ্যাডভোকেট সেলিনা, যুবলীগ নেতা হারুনুর রশীদ রিন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান শেখ প্রমূখ।

উভয় সভাশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য, গ্রেণেড হামলায় শহীদ ও তাঁদের পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET