সাইফুল আলম সুমন, গাজীপুর প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় এক কিশোর নিহত ও পাঁচ জন আহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেপিরবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত আবুল খায়ের (১৭) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াগাতাশি গ্রামের জয়নুদ্দিনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার সিএন্ডবি বাজার এলাকার জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো এবং ইউনিলিভারের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। আহতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাতপাইজেনাটি গ্রামের উমতিয়াস আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০),নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের মৃত আ. রাসেদের ছেলে সুমন (২৯), একই উপজেলার মৃত নাজিম উদ্দিনের ছেলে কাজিম উদ্দিন (৩৫), শাহজাহান (৪০)। এছাড়া আহত আরেক ব্যক্তির নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মাওনা থেকে বরমী বাজারগামী একটি পিকআপ বেলা ১১টার দিকে টেপিরবাড়ী বাজার অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আবুল খায়েরকে মৃত ঘোষণা করা হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে ।