
বাগেরহাটে ঐতিহাসিক ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ মে) বেলা ১১ টায় ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট ২ আসনে নির্বাচন মনিটরিং টিম প্রধান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শাহেদ আলী রবি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সৈয়দ নাসির আহমেদ মালেক, মনিরুল ইসলাম খান, ডাক্তার আব্দুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সর্দার লিয়াকত আলী, জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, বিএনপি নেতা এসকেন্দার হোসেন, নিয়াজ মাহমুদ শৈবাল, এডভোকেট হীরক মিনা প্রমূখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বেলা সাড়ে বারোটায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি সম্পাদকসহ মোট পাঁচটি পদে ভোট গ্রহণ শুরু হয়। বেলা সাড়ে তিনটেয় ভোট শেষ হলে গণনা শেষে ফলাফলে শেখ মোস্তাইন বিল্লাহ কে সভাপতি ঘোষণা করা হয়। চেয়ার প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ছিল ২৪৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাতা প্রতীক নিয়ে চাকলাদার নজরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ১৮৭। সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে শেখ মোহাম্মদ রাসেল পেয়েছেন ২২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীক নিয়ে শেখ মহিদুল ইসলাম। তার প্রাপ্ত ভোট২১০। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি শেখ বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক আইয়ুব আলী এবং সাংগঠনিক সম্পাদক ফকির আরিফুল ইসলাম।
Please follow and like us: