এম মনসুর আলী, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ- এমিটি ভোকেশনাল ট্রেইনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিনের উদ্যোগে চুন্টায় অসহায়,দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন,ছাগল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার(৯ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরাইল ও নাসিরনগরের উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পাঁচ শতাধিক অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো,এডভোকেট ঊম্মে শবনম মোস্তারী (মৌসুমী),এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন।
অতিরিক্ত পুলিশ সুপার মুকবুল হোসেন বলেন, বেকার মানুষকে স্বাবলম্বী করা একটি প্রশংসনীয় কাজ। আমরা এ রকম মহৎ কাজকে সাধুবাদ জানাই।
ওসি শাহাদাত হোসেন টিটো অনুষ্ঠানে আগত মহিলাদের উদ্দেশ্য করে বলেন,ছেলে-মেয়েদেরকে ঝগড়াঝাঁটি করতে দেবেন না। ছেলেরা লাঠি নিয়ে ঝগড়াতে যেতে চাইলে হাত থেকে লাঠি রেখে দেবেন।
এডভোকেট ঊম্মে শবনম মোস্তারী (মৌসুমী) বলেন,আমরা যতটুকু উপার্জন করি তা থেকে যদি অসহায় দুস্থদের কল্যাণে কাজ করতে না পারি তাহলে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড সবই বৃথা।
সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল বলেন,আমরা যে, যে অবস্থানে আছি আমাদের উচিত আমাদের আয়ের একটা অংশ থেকে অসহায় মানুষদের সহযোগিতা করা।
এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটা মহৎ কাজ। আর এই মহৎ কাজটি প্রতি বছরই করে যাচ্ছেন ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানটির আয়োজন করার জন্য ৩দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করেছেন আল আমীন আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিধান দেব।
Please follow and like us: