ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শহীদ নাজমুল ইসলামের সহধর্মীনী, উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিরা নাজমুল মুন্নিকে কোতয়ালী মডেল থানা পুলিশ আবারো একটি পেন্ডিং মামলা দিয়েছে। এ মামলার মাধ্যমে সাবিরা নাজমুল মুন্নির বিরুদ্ধে ৬টি মামলা হলো। এজাহারভূক্ত ৩টি মামলায় মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিলেন তিনি। বর্তমানে সাবিরা নাজমুল মুন্নি কোতয়ালী থানার ৩টি পেন্ডিং মামলায় জেল হাজতে রয়েছেন। রোববার দুপুরে সাবিরা নাজমুলকে কোতয়ালী থানার দুটি পেন্ডিং মামলায় আদালতে নেয়া হলে বিজ্ঞ আদালত তার এসব মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সাবিরা নাজমুল মুন্নির নামে কোতয়ালী মডেল থানায় ২টি ও ঝিকরগাছা থানায় একটি নামকতামুলক মামলায় গত ১৩ ফেব্রুয়ারী মহামান্য হাইকোট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন বলে জানাগেছে। এদিকে গত ২৬ ফেব্রয়ারী সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ সাবিরা নাজমুল মুন্নিকে আটক করে। পরদিন ২৭ ফেব্রয়ারী কোতয়ালী থানার মামলা নং-০১, তারিখ ০১/০২/২০১৮ ইং আটক দেখিয়ে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দ্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য.এর আগে গত ২৬ ফেব্রয়ারী সন্ধ্যায় যশোর থেকে ঢাকায় যাওয়ার সময় যশোর বিমানবন্দর থেকে সাবিরা নাজমুল মুন্নিকে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।