
বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্ট আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে সিরাজগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন অরুণ ফাউন্ডেশন সিরাজগঞ্জ।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে এস বি রেলওয়ে কলনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে ফুটবল ও রকমারি খেলনা তুলে দেন সামাজিক সংগঠন অরুণ ফাউন্ডেশন সিরাজগঞ্জের সমন্বয়ক মোঃ মঞ্জুরুল আলম রুবেল। খেলনা উপহার পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠে শিশুরা।
মোঃ মঞ্জুরুল আলম রুবেল বলেন, শিশুকে খেলাচ্ছলে, আনন্দদায়ক পরিবেশে শিক্ষা দিলে তারা বিদ্যালয়মুখী হবে। পড়াশোনায় মন দেবে।
সংগঠক প্রদিপ সাহা বলেন, সন্তানের জিপিএ কত, সে কোন পরীক্ষায় কত নম্বর পেল- এসব দেখার চেয়ে সন্তান কতটুকু নৈতিকতা, মূল্যবোধ, আদর্শ শিখলো এসব দেখা জরুরি। শিশুদের নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া অসম্ভব।