সিরাজগঞ্জে আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে লালনগীতি প্রতিযোগিতা। মহাত্মা লালন শাহ’র তিরোধান দিবস উপলক্ষে তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও বাণী সবার জ্ঞাতার্থে প্রেরণের জন্য লালন একাডেমী সিরাজগঞ্জের আয়োজনে জেলাব্যাপী ৩টি বিভাগে এই লালনগীতি প্রতিযোগিতার আয়োজন করেন।
প্রতিযোগিতাটি আগামী ২২ শে অক্টোবর শনিবার সকাল ১০ টায় ভিক্টোরিয়া হাইস্কুলে অনুষ্ঠিত হবে।
উক্ত প্রতিযোগিতাটি স্কুল পর্যায়ে ৫ ম থেকে ৭ম শ্রেণি (ক) বিভাগ, ৮ম থেকে ১০ শ্রেণী পর্যন্ত (খ) বিভাগ, কলেজ বিভাগে একাদশ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত (গ) বিভাগে সকল ছাত্র-ছাত্রীদের লালনগীতি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনলাইনে নাম নিবন্ধন করা যাবে অথবা প্রতিযোগিতার এক ঘন্টা পূর্বে অনুষ্ঠানের কেন্দ্রে নিবন্ধন করা যাবে।
নিম্নোক্ত অনলাইনে নিবন্ধন করার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম নিবন্ধন ০১৭৪৬০১২১২৯ অথবা ই-মেইলে nhlalon1976@gmail.com নাম প্রেরণ করার আহ্বান করেন, লালন একাডেমী সিরাজগঞ্জ এর সভাপতি নুরুল হুদা।