জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সহযোগিতায় ‘নজরুল গীতী, প্রবন্ধ ও কবিতা পাঠ’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে (বুধবার) সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, জহুরুল হক রাজা, সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায়ের পরিচালক. আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন যতদিন পৃথিবীতে শোষণ বঞ্চনা থাকবে ততদিন কবি নজরুলের প্রয়োজনীয়তা থাকবে।
আলোচনা শেষে নজরুল সঙ্গীত, নৃত্য ও কবিতা পাঠ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমীর সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠু।