সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ স্মাট হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মুজিব কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে।
১২ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯ টার দিকে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া, অলিম্পিক পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মুজিব কর্ণার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মোঃ সুলতান মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও পৃষ্ঠপোষক আব্দুল্লাহেল কাফি,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ আফছার আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক শামীম আরা, হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরিনা সুলতানা, অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উমামা বিনতে আজিজ ও মোছাঃ মায়েশা খাতুন।