
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার বেলা ১২টায় হাসননগর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে এসে পথসভায় মিলিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিম, অফিস সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, এইচ আর ডি সম্পাদক, আবু সুফিয়ান ত্বহা, কলেজ কার্যক্রম সম্পাদক, আব্দুল মমিন, ছাত্র অধিকার ও আইন সম্পাদক ইয়াকুব আলী, প্রকাশনা সম্পাদক রাকাব আহমেদ শিশির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আজকের এই দিনে বাংলাদেশের সেরা কয়েকজন মানুষের হাত ধরে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশের এক বৃহত্তম ইসলামি আন্দোলনের যে যাত্রা শুরু হয়েছিল, তাই আজ ৪৮ বছর ধরে বাংলাদেশে তথা এই উপমহাদেশে সবচাইতে বৃহত্তম ছাত্র সংগঠনের পরিণত হয়েছে।
বক্তারা আরও বলেন, আমরা ব্যক্তহীন কন্ঠে বলে দিতে চাই আমাদের শেখর দিল্লী পর্যন্ত নয়। আমাদের শেখর আল্লাহর আরশ পর্যন্ত সমাদ্রিত। আমাদেরকে মুছে দেওয়া যায় না। আমাদের ২৩৪ জন ভাইয়ের শাহাদাত ও আমাদের রাহবরদেরকে শাহাদাত বরণ করার পরেও আমাদেরকে মুছে দেওয়া যায়নি, আমাদেরকে মুছে দেওয়া যাবেও না ইনশাআল্লাহ।
আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা সভাপতি,সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
সুনামগঞ্জ পৌর শহরের কাজিরপয়েন্ট থেকে, বিহারীপয়েন্ট, বকপয়েন্ট,পুরাতন বাস্ট্যান্ড হয়ে ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।