১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




সুনামগঞ্জে জেল হত্যা দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০১৯, ২০:০২ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এ বাছির :- সুনামগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। রবিবার বিকালে জেল হত্যা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফতা উদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্বলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহিবুর রহমান মানিক, সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, অ্যাডভোকেট অবনী মোহন দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নান্টু রায়, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জেলা আওয়ামী লীগের ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল আজাদ নোমান, আওয়ামী লীগ নেতা রেজাউল আলম নিক্কু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংঙ্গালী জাতিকে চিরতরে পঙ্গু করার জন্যে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা ও তাঁর নীল নকশা হিসেবে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে নিশংসভাবে হত্যা করেছে মোস্তাক চক্র। যা পৃথিবীর ইতিহাসের কালে অধ্যায়ের নজির স্থান করেছে। এই মোস্তাক চক্র এখনও ঘাপটি দিয়ে বসে আছে বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনীষ্ট করা জন্যে। তারে দেশে উন্নয়নের ধারাকে নৎসাত করতে চায়। বঙ্গবন্ধু আদর্শ লালন আর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই চক্রকে রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু ও চার নেতা হত্যাকারীদের দেশে ফিরিয়ে এসে দৃষ্টান্ত শাস্তি দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET