১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জে ১০ মানবপাচারকারীর বিরুদ্ধে আদালতে মামলা




সুনামগঞ্জে ১০ মানবপাচারকারীর বিরুদ্ধে আদালতে মামলা

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২৪, ০৬:৪৩ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউরোপের উন্নত দেশে যাওয়ার স্বপ্ন ছিলো তার কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। বাস্তবে রূপ নেয়ার আগেই তার জীবনে নেমে এলো এক বিভীষিকাময় অধ্যায়। স্বপ্ন পরিণত হলো দূঃস্বপ্নে।
বলছি স্বপ্নকে বাস্তবে পরিণত করার আশায় সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়া এক যুবকের কথা। দিরাই উপজেলার জগদল গ্রামের মুজিবুর রহমান এর ছেলে তালহা আহমেদ মামুন রনি’র। আট দশনের মতো তারও স্বপ্ন ছিলো ইউরোপের একটি দেশে পাড়ি দিয়ে জীবনকে বদলে দেয়ার কিন্ত সেটা আর হলোনা। এর আগেই ইউরোপে পাড়ি জমানোর আশায় মানবপাচারকারীর খপ্পড়ে পড়ে নিঃস্ব হয়ে গেল সে। নিজ স্বপ্ন ভাঙ্গার অভিমানে ১০ জন মানবপাচারকারীর বিরুদ্ধে আদালতে মামালা দায়ের করলেন তিনি।
প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার এমন অভিযোগ এনে ২১ মার্চ ২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার ১০ জন মানবপাচারকারীর নাম উল্লেখ করে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬ (২), ৭,৮ (১) ধারায় মামলাটি দায়ের করেন দিরাই উপজেলার জগদল গ্রামের মুজিবুর রহমান এর ছেলে তালহা আহমেদ মামুন (রনি)।
মামলায় আসামীরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার লালুখাল গ্রামের ফয়জুর রহমান, ফয়জুর রহমান এর পুত্র রাসেল, জগন্নাথপুর উপজেলার পাড়ার গাঁও গ্রামের মৃত ইছাক আলীর পুত্র শাহীন, মৃত রংভোল মিয়ার পুত্র হারুন মিয়া, মৃত লাল মিয়ার পুত্র সুজন মিয়া, মৃত এরশাদ উল্লা’র পুত্র তোতা মিয়া, তোতা মিয়ার পুত্র রাজ্জাক মিয়া, বালিকান্দি গ্রামের মৃত মিরাস উল্লা’র পুত্র আবুল কালাম, ইছগাঁও গ্রামের বাবুল মিয়া’র পুত্র রাজন মিয়া ও তাহার পিতা বাবুল মিয়া।
মামলার বিবরণে জানা যায়, মানবপাচারকারী ফয়জুর রহমানের পুত্র রাসেল একজন লিবিয়া প্রবাসী। রাসেল তার পিতার মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে লোক পাঠায়। ফয়জুর রহমান ভোক্তভোগী তালহা আহমেদ মামুন রনিকে লিবিয়া পাঠানোর প্রস্তাব দিলে তালহা আহমেদ মামুন রনি তাকে বিশ্বাস করে তার সাথে ৩, ৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকায় চুক্তিবদ্ধ হয় এবং লিবিয়ায় পৌঁছার পর তাকে টাকা পরিশোধ করবে মর্মে সিদ্ধান্ত হয়। কথামতো ২০২২ সালের ১৮ এপ্রিল ভোক্তভোগী তালহা আহমেদ মামুন রনি লিবিয়ায় পৌঁছে চুক্তি মোতাবেক ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা তার ভাই হেলাল আহমদ এর মাধ্যেমে ফয়জুর রহমানকে প্রদান করেন। এর পর থেকে শুরু হয় তার উপর অমানোষিক অত্যাচার ও নির্যাতন। মাসের পর মাস আটকিয়ে রেখে তার নিকট থেকে ধাপে ধাপে নগদ ও বিভিন্ন একাউন্টের মাধ্যমে চক্রটি হাতিয়ে নেয় মোট ৪১,৪৯,৬০০/- (একচল্লিশ লক্ষ ঊনুপঞ্চাশ হাজার ছয়শ) টাকা। একসময় পাচারকারী চক্রটি ত্রিপোলী পুলিশের কাছে তাকে ধরিয়ে দিলে বিগত ২৭/১১/২০২৩ ইং ইউরোপীয় ইউনিয়নের একটি সংস্থা আইওএম তাকে বিমান যোগে বাংলাদেশে পাঠায়।
ভোক্তভোগী তালহা আহমেদ মামুন রনি বলেন, এই মানবপাচার চক্রটি আমাকে নিঃস্ব করে দিয়েছে। লিবিয়ায় আমাকে আটক রেখে মাসের পর মাস আমার উপর অমানোষিক নির্যাতন করেছে। এখনো তাদের অত্যাচারের চিহ্ন আমার শরীরে ফুটে আছে। আমার সমস্ত জায়গা-জমি বিক্রি করে তাদেরকে টাকা দিয়ে আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার মতো অনেকের জীবন ওরা নষ্ট করে দিচ্ছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
ভোক্তভোগী তালহা আহমেদ মামুন রনি’র ভাই হেলাল আহমদ বলেন, মানবপাচারকারী ফয়জুর রহমান ও তার ছেলে রাসেল আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিয়েছে। আমার ভাই এখন সাভাবিকভাবে চলাফেরা করতে পারেনা। তাদের অত্যাচার নিপিরণে আমার ভাই এখন অচল প্রায়। আমার সকল সহায় সম্পত্তি বিক্রি করে আমি এখন অসহায় হয়ে গেছি। আর কারোর জীবন যাতে এই চক্রটি নষ্ট করতে না পারে সে জন্য আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ভোক্তভোগী তালহা আহমেদ মামুন রনি’র পক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট মাসুদুল হক সর্দার সুমেল। এডভোকেট মাসুদুল হক সর্দার সুমেল বলেন, এমন হৃদয় বিদায়ক ঘটনা আমি এর আগে কখনো দেখিনি। আশা করছি বিজ্ঞ আদালতের মাধ্যমে ভোক্তভোগী ন্যায় বিচার পাবেন। আসামীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET