বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক নির্বাচন ২৯ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির আইনজীবী সহকারী ভবনের রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২২৩ জন ভোটারের মধ্যে ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে মো.আইয়ুব আলী ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ শফিকুল ইসলাম পেয়েছেন ৮৬ ভোট।
সদস্য – পদে বুরহান উদ্দিন, মোঃ মাহফুজুর রহমান কবীর, মোঃ সিরাজুল ইসলাম সোহেল আহমদ, মহেন্দ্র কুমার দাস, বেনু মাধব দাস,, মহিবুর রহমান, ও মোঃ আলী নুর নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ- সাধারণ সম্পাদক জনাব এডভোকেট আমিরুল হক, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য মনদন দাশ, শাহ মোহাম্মদ রফিক।
Please follow and like us: