
স্মৃতির ভুবনে
মনোয়ার হোসেন রতন।
স্মৃতি ছিলো!
স্মৃতির ভেতরে ভুবন ভাসানো-
একটা ‘নদী’ ছিলো।
নীল বেদনার ধ্বনি তুলে
সে আজ হারালো কোথায়!
মৃত অতীত।
জীবন্ত পৃথিবীর মানুষ গুলোর মতো সজীব।
কান পেতে রাখলে শুনতে পাই।
শুনতে পাই দূর বহুদূর থেকে-
সুর সঙ্গীতের মূর্ছনা।
সেই হারানো সুর হারানো গানের পঙক্তি-
‘পদ্মার ঢেউ রে’ জগৎটাকে,
কি যেন
একটা অমরতা দান করে।
উচ্চকিত উচ্ছ্বসিত কলকণ্ঠ
আর সুরের আনন্দ ধ্বনির মধ্যে আমি এখনো টের পাই,
কোথায় যেন এক বিষন্নতা আর নৈঃশব্দতা।
হারানো দিনের আবেগে জ্বলা সুতীব্র
মুহূর্ত গুলো থেকে জন্ম নিয়েছে আমার ‘স্মৃতি।’
Please follow and like us: