হাসান আল মামুনঃ- সোমবার ১৯ ফেব্রুয়ার বেলা ১১টায় হাইমচর উপজেলা পরিষদ সম্মুখে উপজেলার ৬ ইউনিয়নের গ্রাম পুলিশ ও তপাদার দের সম্মাননা ভাতা প্রদান কালে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, সকল ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত সকলকে আরও সচেতন হতে হবে। কোন অপরাধী সমাজে থেকে সমাজের শন্তি শৃংখলা নষ্ট না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। সমাজের শান্তি রক্ষায় সকলকে তাদের কাজের প্রতি আরও সচেষ্ট হতে হবে।গ্রাম পুলিশের মাসিক সম্মানী ভাতা প্রদান কালে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম, প্রচার সম্পাদক বিএম ইসমাইলপ্রমুখ। এছাড়া বেলা ২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার সকল মসজিদের ঈমাম মুয়াজ্জিন ও কওমী মাদরাসা শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন। বিকেল ৩টায় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনীময় করেন।