গত ৩ জানুয়ারি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত হিছাছরা উচ্চ বিদ্যালয়ের আহবায়ক কমিটির অনুমোদনপত্র হাতে পায় বিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ছয় মাসের জন্য হিছাছরা উচ্চ বিদ্যালয়ের আহবায়ক কমিটির সভাপতি নির্বাচিত হন আবু সাইদ মজুমদার। পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হন প্রধান শিক্ষক আবু তৈয়ব। এছাড়াও শিক্ষক প্রতিনিধি জুলফিকার আলী ও অভিভাবক সদস্য নির্বাচিত হয় মোঃ আনোয়ার হোসেন আজিম পাটোয়ারী। শুক্রবার (১০ জানুয়ারি) নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ মজুমদারসহ আহবায়ক কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। এসময় হিছাছরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন মজুমদারসহ সাবেক কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।