
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেন গাঁও ইউনিয়নে রবিবার (৩০ এপ্রিল) বিকেলে বারোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। গেষ্ট অব অনার ছিলেন, সাবেক ছাত্র নেতা সামশু হাবিব বিদ্যুৎ। বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ জেড সুলতান আহমেদ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, জেলা যুব সংহতির সদস্য সচিব ও কাউন্সিল ইসহাক আলী, সম্পাদক গফুর আলী, পৌর জাতীয় পার্টির সভাপতি শামসুল আরফিন, বাচোর ইউনিয়ন সভাপতি শালমানশাহ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ। এছাড়াও জাতীয় পার্টির ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা পর্যায়ে বিভিন্ন পদে থাকা নেতা কর্মী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী ২ বছরের জন্য ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মির্জা মিঠু রহমান প্রাপ্ত ভোট (৫৪) নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহরুল পান (৪৫) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আঃ খালেক প্রাপ্ত ভোট (৪৬) নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুন পায় (৪৩) ভোট।
Please follow and like us: