১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • গোলাপগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ নিহত ৪




গোলাপগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ নিহত ৪

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২০, ১৪:৩২ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ যাত্রী ও স্থানীয় এক শিশুসহ ৪জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন প্রাইভেটকারের যাত্রী।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের, মৃত কুনু মিয়ার পুত্র রাজন আহমদ (২৭), নোহা গাড়ি চালক একই গ্রামের  আব্দুল জলিলের পুত্র সুনাম আহমদ (২৬) ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশু পুত্র হাসান আহমদ ( ৮)। এছাড়া নিহত আরেক যাত্রীর পরিচয় যাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া মালবাহী ট্রাকটি ওই স্থানে দাঁড়ানো ট্রাকের পিছনে দ্রুতগতির প্রাইভেটকারটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।এতে নোহা গাড় ভিতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই  ৩জন যাত্রী নিহত হন। সিলিন্ডার উড়ে গিয়ে পাশে কলনিতে থাকা এক শিশুর উপরে গিয়ে পড়লে সেই শিশুটিরও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।  এঘটনায় আহত হন আরো ৩জন যাত্রী।

এ ঘটনায় তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তারা ৪জনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় ৪জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশু সহ ৪যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ৩জন যাত্রী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET