
আগামী ২৮ শে জানুয়ারি সিরাজগঞ্জের সন্তান জনপ্রিয় কন্ঠ শিল্পী নূরুল হুদার একক সংগীত সন্ধ্যা “হারানো সুর” সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নূরুল হুদা হারানো দিনের গান ও দর্শক শ্রোতাদের অনুরোধের গান পরিবেশন করবেন। প্রসূন সঙ্গীতালয়ের সভাপতি তারিকুল ইসলামের সঞ্চালনায় ও লালন একাডেমি সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ডা: নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কে এম হোসেন আলী হাসান, সভাপতি (ভারপ্রাপ্ত) জেলা আওয়ামীলীগ সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাদ উদ্দিন পবলু প্রধান পরিচালাক, তরুণ সম্প্রদায়, সিরাজগঞ্জ। হেলাল আহমেদ, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ। এবং মাহবুবে খোদা টুটুল সভাপতি প্রসূন থিয়েটার, সিরাজগঞ্জ। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে লালন একাডেমি সিরাজগঞ্জে’র সাধারণ সম্পাদক ডা: নীহার রঞ্জন দাস।