আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর বাশাইল গ্রামের আলমগীর শিকদারের ছেলে আলামিন শিকদারকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নিজ এলাকা থেকে এসআই আবু ইউসুফ গ্রেফতার করে। তার বিরুদ্ধে গৌরনদী থানায় ৩১৭/২০১৮ সালের একটি জিআর মামলা রয়েছে। অন্যদিকে মারামারি মামলার আসামী মধ্যশিহিপাশা গ্রামের জালাল সরদারের ছেলে রাব্বি সরদারকে শনিবার রাতে এসআই আব্বাস গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।