৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে জাতীয় যুব দিবস উদযাপন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৪, ০১:৪০ | 634 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার ( ০১ নভেম্বর) কর্মসুচির মধ্যে যুব র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, ক্রেস্ট, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণের সনদপত্র ছিল অন্যতম। যুব দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র‌্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুজ্জামান। উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার দীপংকর সেনের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আটোয়ারী থানার এসআই নারায়ন চন্দ্র, উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ।

নিজের অনুভুতি ব্যক্ত করে উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন আতিকা উলফাত ও লিটন ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপনের মাধ্যমে এ দেশের সবাই যুবদের ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় আরো বেশী সচেতন হবে। তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর যুব সমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি, বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমূখী প্রশিক্ষণ প্রদান করে আসছে। সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানত বিহীন ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র আহবায়ক বলেন, যুব উন্নয়নে প্রশিক্ষণ নিন, আত্মকর্মী কিংবা উদ্যোক্তা হন। আপনি ও আপনার পরিবারকে প্রতিষ্ঠিত করুন এবং কর্মসংস্থানের সৃষ্টি করে সমাজ, দেশ ও জাতি গঠনে এগিয়ে আসুন। এজন্য প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি। অতিথিবৃন্দ ও আত্মকর্মীদের বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, যাতায়াত খরচের অর্থ, এবং সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও সংগঠকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET