২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে দেশীয় অস্ত্র সহ আটক-৬ মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা।

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২৪, ১৯:০৯ | 711 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে দেশীয় অস্ত্র সহ ৬জনকে আটক করেছে পুলিশ। ওই হামলায় আটোয়ারী থানার কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলম আহত হয়ে বর্তমানে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার (১০ মার্চ) বিকেলে এসআই দীনবন্ধু রায়ের নেতৃত্বে আটোয়ারী থানা পুলিশ উপজেলার ফকিরগঞ্জ বাজার সংলগ্ন আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রোডে অভিযান চালায়। এসময় পুলিশ গাঁজা সহ ছোটদাপ গ্রামের আবুল হোসেনের পুত্র আরিফুল ইসলাম ওরফে মাজেদ(২৪)কে আটক করার চেষ্টা চালায়। এসময় মাজেদের কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাকু, হাতুড়ী ও লোহার রড নিয়ে কর্তব্যরত পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে আরিফুল ইসলাম ওরফে মাজেদ ও তার সহযোগিদের ছুরিকাঘাতে কনস্টেবল জাহাঙ্গীর আলম আহত হন। একপর্যায়ে আহত কনস্টেবল জাহাঙ্গীর আলমের সাহসিকতায় ও অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আরিফুল ইসলাম ওরফে মাজেদ(২৪) ও কালিকাপুর গ্রামের আজিজুল হকের পুত্র সাদিকুল ইসলাম(২৯) কে আটক করে থানায় নিয়ে আসেন। পরে রাতভর অভিযান পরিচালনা করে ছোটদাপ গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র কামরুল হাসান নাইস (২৫), একই গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র শাওন তানজিদ (৩৮), কালিকাপুর গ্রামের আতাবুল ইসলামের পুত্র মাসুম ইসলাম(২২) ও একই গ্রামের হামরুলের পুত্র লিংকন ওরফে রিংকন(২৩) কে আটক করে পুলিশ। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীরা সকলেই মাদকাসক্ত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করতে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আই ও ডাকাতির প্রস্তুতি সহ পুলিশের উপর হামলা করার অপরাধে আটককৃত ৬ যুবক এবং অজ্ঞাত আরো কয়েকজনের নামে পৃথক দু’টি মামলা রুজু করে সোমবার ( ১১ মার্চ) আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET