মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ে প্রতিবছরের ন্যায় এবারও পঞ্চগড়ের আটোয়ারীতে অবস্থিত মাসব্যাপী আলোয়াখোয়া রাশ মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও আলোয়াখোয়া রাশ মেলা/২০১৯ এর সভাপতি সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: মজাহারুল হক প্রধান মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আঃ মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাসান, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আ’লীগের সম্পাদক মো: তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মো: রেহানুল হক, স্থানীয় আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, মেলার সম্পাদক ও মির্জাপুর ইউ,পি চেয়ারম্যান মো: ওমর আলী। উল্লেখ্য, আটোয়ারীর প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মির্জা গোলাম হাফিজ ১৯৯৩ খ্রি: আলোয়াখোয়া রাশ মেলা প্রতিষ্ঠিত করেন। জেলায় অবস্থিত সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাহাযার্থে প্রতিবছর এই রাশ পূর্ণিমা তিথীতে মেলা বসে। মেলায় প্রচুর মহিষ, গরু, ঘোরা সহ গৃহপালিত প্রাণীদের ব্যাপক কেনা-বেচা হয় এবং সুস্থ বিনোদনের জন্য নাগরদোলা, সার্কাস, যাদু প্রদর্শনী, মটর সাইকেল-প্রাইভেট কার চালানো সহ রকমারী পন্যের দোকানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।