এনামুল হক নাবিদ: আনোয়ারা(চট্টগ্রাম) সংবাদদাতা:- আনোয়ারা ডেইরী ফার্মাস এসোসিয়েশন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার ডেইরী খামারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার( ৬ই নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ হলরুমে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ ফরহাদ হোসেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সরকার দুগ্ধ উৎপাদনে নানামুখী কাজ করে যাচ্ছে, সরকার ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের মাধ্যমে খামারীদের সার্বিক সহযোগিতা আরো বৃদ্ধি হবে বলে আশ্বস্ত করেন।
এছাড়াও খামারীদের নিয়ে সরকারের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ,মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনোয়ারা ডেইরী ফার্মার্স এসোসিয়েশনেরর সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, পাঁচলাইশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি মালিক মোহাম্মদ ওমর,জালাল উদ্দিন রুকনসহ,আনোয়ারা ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সদস্যরা।
Please follow and like us: