“ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর গুইমারা উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।
এই উপলক্ষে ৪ অক্টোবর শুক্রবার বিকালে গুইমারা উপজেলা “ইসলামী আন্দোলন বাংলাদেশ”এর সভাপতি মাগফার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন।বিশেষ অতিথি ছিলেন,জেলা সহ-সভাপতি মাওলানা সানাউল্লা নূরী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি জামাল মৃধা, জেলা যুব আন্দোলনের তথ্য গবেষণা সম্পাদক কে এম নাঈমুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম কোন প্রকার অনৈতিক অপরাধমূলক কাজ সমর্থন করেনা, ইসলাম সকল ধর্মের মানুষের সঠিক মূল্যায়ন করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সে পথেই চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুম খুন চাঁদাবাজী সমর্থন করে না, ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে শান্তিতে বসবাস করতে পারবে, সু-শিক্ষায় শিক্ষিত জাতি উপহার দিবে।আগামীতে ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে দেশের সেবা করা সুযোগ প্রদানের আহবান জানান বক্তারা।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলা নেতৃবৃন্দ, ইসলামি শ্রমিক আন্দোলন ও ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলার নেতৃবৃন্দসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।