ইউসুফ আহম্মেদ, উল্লাপাড়া প্রতিনিধি:- জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল মর্যাদায় বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
এ সময় আরো বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মারুফ বিন হাবিব,পৌর মেয়র এসএম নজরুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার শরাফত ইসলাম সার্কেল উল্লাপাড়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইজদানি মাহমুদ সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার ১৬৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।