১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • একমাত্র গ্রন্থাগারেই পারে বঙ্গবন্ধুর সোনার বাংলার সঠিক ইতিহাস,  মুজিববর্ষ  ও মুক্তিযোদ্ধ  সম্পর্কে  শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে




একমাত্র গ্রন্থাগারেই পারে বঙ্গবন্ধুর সোনার বাংলার সঠিক ইতিহাস,  মুজিববর্ষ  ও মুক্তিযোদ্ধ  সম্পর্কে  শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২০, ০১:২৪ | 1229 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধুর সোনার বাংলার সঠিক ইতিহাস,  মুজিববর্ষ  ও মুক্তিযোদ্ধ  সম্পর্কে  শিক্ষার্থীদের মাঝে তুলেধরতে গ্রন্থাগারের কোন বিকল্প নেই। তাই গ্রন্থাগার এবং শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার পরিচালনার সাথে জড়িতদের যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। গতকাল
শুক্রবার সকালে বাংলাদেশ লাইব্রেরি এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘
‘গ্রন্থাগার পেশায় সমস্যা ও সম্ভাবনা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার এবং কমিটির অভিষেক ও ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা উপরোক্ত মন্তব্য করেন।

বাংলাদেশ লাইব্রেরি এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোঃ কাওছার আহমদের সভাপতিত্বে এবং প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রথম পর্বের
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী। সেমিনারে প্রধান বক্তা ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ মজিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাইব্রেরী এসোসিয়েশন অব বাংলাদেশ’র (ল্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. মোঃ মিজানুর রহমান, মহাসচিব ড. মোঃ আনোয়ারুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হক, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের গ্রন্থাগারিক সুবির কুমার পাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক জিলুন নাহার চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে গ্রন্থাগার পেশাজীবীদে বিভিন্ন সমস্যা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়া অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগাত দুই শতাধিক গ্রন্থাগার পেশাজীবী তাদের বিভিন্ন সমস্যার কথা
তুলে ধরেন। প্রধান অতিথি গ্রন্থাগার পেশাজীবীদের উত্তাপিত বিভিন্ন সমস্যা ও দাবির প্রতি একাত্মতা পোষণ করে এসব দাবি বাস্তবায়নে সহযোগিতার আশসাস প্রদান করেন। বিকেল দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে গ্রন্থাগার সমিতির সিলেট বিভাগীয় কমিটির অভিষেক ও ম্যাগাজিন ‘তেরেট পাতা’ আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , গ্রন্থাগার সমিতির সিলেট বিভাগীয় কমিটির মাহমুদুল হাসান, খায়রুল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, জবরুল ইসলাম প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET