৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




কলামিস্ট মোমিন মেহেদীকে হত্যার হুমকির পর নিখোঁজ !

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০১৮, ০৯:৫৫ | 697 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার :

বিশিষ্ট তরুণ কলামিস্ট মোমিন মেহেদীকে হত্যার হুমকির প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় জিডি করার পর আর হদিস মিলছে না তার। বৃহস্পতিবার রাত থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। রাতে তিনি বাসায় ফেরেননি। ফলে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। জানা গেছে, তরুণ রাজনীতিক, কলামিস্ট ও নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীকে হত্যার হুমকি দিয়েছে সাংবাদিক পরিচয় প্রদানকারী অজ্ঞাতপরিচয় কয়েকজন নারী। ওই নারীদের সঙ্গে রয়েছে দাগী বেশ কয়েকজন সন্ত্রাসী। তারা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করে। এসব অপরাধী নিজেদের সাংবাদিক, পুলিশ, ডিবি, সিআইডি ও এসবি পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর তোপখানায় মেহেরবা প্লাজায়র নিচতলায় মোমিন মেহেদীর নিজস্ব কার্যালয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন নারী এসে সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চায়। এসময় তিনি পরিচয়পত্র দেখতে চাইলে সাংবাদিক পরিচয় প্রদানকারীরা পরিচয়পত্র না দেখিয়ে বরং তার ওপর হামলা চালায়। ভবনের নিরাপত্তা কর্মী ও অন্যান্য অফিসের কর্মকর্তারা মোমিন মেহেদীকে উদ্ধার করেন এবং হামলাকারীদের আটকের চেষ্টা চালান। হামলাকারীরা আটক হওয়ার ভয়ে দ্রুত স্থান ত্যাগ করার সময় মোমিন মেহেদীকে হত্যার হুমকি দিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করেছেন মোমিন মেহেদী। জিডি নম্বর ৯৩৬ তারিখ ১৫ মার্চ ২০১৮ ইং। বর্তমানে অজ্ঞাত পরিচয়ে সন্ত্রাসীরা মোমিন মেহেদীকে হত্যার হুমকি দিচ্ছে। তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে তরুণ এই রাজনীতিবিদের সন্ধানের দাবিতে শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে নতুনধারা।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET